Saturday, November 10, 2012

প্রেম


(ব্যাঙ্গাত্ন্যক)

একদা প্রেম গুলো নিষিদ্ধ ছিল
সমাজের কাছে ( শৈশব) ।
এক সময় প্রেম গুলো
বন্দী ছিল  (কৈশোর)-
রমনা পার্ক ,বুড়িগঙ্গা বা আশুলিয়ার
ডিঙ্গিতে কিংবা
চন্দ্রিমা উদ্যানের গাছপালা ঘেরা
লেকের ধার ঘেঁষে ।
কিংবা
বোটানিক্যাল গার্ডেনের বৃক্ষছায় ।
এক সময় প্রেম গুলো কৈশোর
পেরিয়ে যৌবনে পা রাখল
সে সময় প্রেমগুলো বন্দী হল
মিরপুর বাধের ধার ঘেঁষে বা
উত্তরা টু বনানীর
রাজপথে ছুটে চলা
সিএনজির ভেতর ।
আর নয়,
প্রেমগুলো আজ মুক্ত হতে
শিখেছে ,যৌবন পেরিয়ে সে আজ বৃদ্ধ
একের পর এক জয় করতে করতে সে আজ চায়
লোকারণ্য
পাবলিক বাসের লোকে ভরা ভিড়ও করতে জয়
 সমাজ ভাসে ভাসুক প্রেমে হবে না ক্ষয়
?? আমরা তাহলে কোথায় পালাব,কোথায় পালাব
নিয়ে আমাদের হেয়, লাজ শরম??

Monday, September 17, 2012

রাত্রি




সবচেয়ে সুন্দর যে সময়
 -রাত্রি
সবচেয়ে পবিত্র যে সময়
-রাত্রি
সবার আকাঙ্খিত যে সময় 
-রাত্রি
কর্মময় দিনের সব
ভুল আর প্রাপ্তির উদযাপন
-রাত্রি
মস্তিষ্কের পূর্ণ বিশ্রাম
-রাত্রি
মনের গভীর থেকে নিংড়ানো সব
কথার পরিস্ফুটন
-রাত্রি
আপনজনকে গভীরভাবে স্মরণ
-রাত্রি
প্রিয়জনের সাথে ভালবাসার বিনিময়
-রাত্রি
   অপরাধ যখন কতৃতৱ পায়
 -রাত্রি
   আমার মাঝে আমি
      আমাকে ফিরে পাই
                 -রাত্রিতে

Monday, June 25, 2012

প্রত্যাবর্তন






তোমায় আমি ভালোবাসি,
ভালোবাসি তোমার দেয়া সব আঘাত আর যন্ত্রণা ;
জর্জরিত হই তোমার কড়া মন্তব্যে।
তুমি কি আমার হবে কি না; জানি না
বহুদূর চলে যাব পৌছে দিয়ে তোমায় তোমার গন্তব্যে।
হয়তোবা তখন হন্যে হয়ে খুঁজবে আমায়
কৃত ভুল স্মরণ করে হৃদয় ভরবে ব্যাথায়।
কিন্তু ঐ যে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া
সময় গুলো,
যা তোমার ভুলের বলী হয়েছে।
তোমায় নিয়ে বাঁধা স্বপ্নগুলো নোনা জল ধুয়ে দিয়েছে।

Friday, June 15, 2012

ক্লান্তি





কোন এক আকাশের জমাট
বেঁধে থাকা মেঘ গুলো
বাতাসের তোড়ে উড়ে এসে
মনের আকাশের দ্বারে কড়া নেড়েছিল।
আমিও সরল মনে খুলে দিয়েছিলাম।
বহুকাল ধরে
সে আকশে মেঘ জমে না
শুকনো বাতাস আর কড়া রোদ্রের
দাবদাহে  ঘর্মাক্ত ছিলাম
তাই
একটু বৃষ্টির আশা করতেই পারি
আল্লাহর করুণা আমি ভাবতেই পারি
কিন্তু সে মেঘের সাথে যে
এক মহাকাল ঝড় আসবে তা তো ভাবি নি
বাতাসের তোড়ে ভেঙ্গে যাবে আমার
শখের ফুলদানি,ছিড়ে যাবে কবিতার
পান্ডুলিপি; তা তো ভাবি নি
আমি বারাবারে মূর্ছা যাই
অবচেতন হয়ে পড়ি।

আজ অন্যের আকাশের মেঘ এসে
আমার আকাশে
বৃষ্টি ঝরায়।
নোনা বৃষ্টি ঝড়ায়।

Friday, May 11, 2012

সম্পর্কহীন সম্পর্ক




আমরা দু’জন ই জানি তা,
আমাদের দুটি পথ কখনো
এক হবার নয়।

তবুও একে অপরের
পথ সঙ্গী হই।

কিছু অশ্রু কিছু ম্লান হাসির গল্প,
কিছু ছোট ছোট পদক্ষেপ,
কিছু না জানা কথা,
কিছু বিষাদ
এসবের কারণ হব আমি।

বিনিময় ?
হুমমমম-
বিনিময়ে
তোমার কিছু
কারণের, কিছু শব্দের আর বর্ণের
অংশীদার হব।

বেশি নয় অল্প কিছু পথ
তোমার সঙ্গী হব।
ঐ যে ঐ পথের
শেষ মাথা অব্দি।
বুঝো নি বুঝি ?
ঐ যে ঐ পাকা পথের শেষ
ঐটুকু অব্দি।

ঐ পথের মোড় ই
আমাদের ঠেলে দেবে
দুজনকে দুই দিকে;
আপন আপন গন্তব্যের পানে।
যে গন্তব্য আমাদের আকাঙ্ক্ষিত
রঙ্গিন দিনের স্বপ্ন বোনে!!

একা একা যেতে কি ভয় পাবে?
ভয় পাবার কিছু নেই,
হয়তোবা সেখানে
আরও এক জন আগন্তুক অপেক্ষা করছে ;
তোমারই জন্য।
একলা সে পথিককে সঙ্গ দেবে ,
সঙ্গী হবে।
মোড়ে-মোড়ে,
বাঁকে-বাঁকে, জীবনের
টান ;
এই টানে কখনো বা
এ দেহ ফিরে পায় প্রাণ ;
কখনও বা দুঃস্বপ্নের ঘ্রাণ ।
এ সম্পর্ক -
সময়ের ,
কাগজের বা
 স্বার্থের বন্ধনীতে আবদ্ধ নয়।

Saturday, May 5, 2012

স্পর্শ





আজ আর তোমাকে স্পর্শ করবার
লোভ,
সামলাতে পারছি নে
দু' হাতের তালুর মাঝে
বন্দী করব তোমার
সফেদ কোমল কপোল।
পরিশেষে আলতো ভাবে
ঐ অধরে এঁকে দেব আমার
ঔষ্ঠের পুরুত্ব।
হে, সুকেশী ললনা
স্থির হও ,
অনুভব কর আমার ভালোবাসার
গভীরতা।।

Tuesday, April 24, 2012

বিদায় জানাব বলে




এখানে ঠায়
দাঁড়িয়ে থাকব
তোমাকে বিদায় জানাব বলে
রোদে পুড়ে ,
শ্রাবণের জলে ভিজে ,
দাঁড়িয়ে থাকব ;
তোমাকে বিদায় জানাব বলে
ধৈর্য্যের বাঁধে পেরেক ঠুকলেও
আধ ফোটা নড়ব না,
শুধু তোমাকে বিদায় জানাব বলে
ভেঙে যাব তবু মচকাবো না
ঠায়
দাঁড়িয়ে থাকব ,
শুধু তোমাকে বিদায় জানাব বলে
শেষবেলায় তোমার
মস্তকে হাতবুলিয়ে
সুখী হবার মন্ত্র পড়ে দেব
বলে,আমি আজও  দাঁড়িয়ে।
তোমাকে না পাবার যন্ত্রণায়
আজ চিৎকার করে কাঁদব বলে
ঠায়
দাঁড়িয়ে থাকব,
নোনা জলে তোমায় বিদায় জানাব বলে
জানি তুমি
তুমি তো আমার পথ চলার
সঙ্গী হবে না,
তবু তোমাকে বিদায় জানাব বলে
আমি ঠায় দাঁড়িয়ে ।
তোমায় ভালোবাসি বলে
তোমার সুখের কাছে তোমায়
বিকিয়ে দেব ;

আমি ঠায় দাঁড়িয়ে থাকব
তোমায় বিদায় জানাব বলে...।।


Tuesday, April 17, 2012

বাস্তববাদী নই আমি

-নাজমুল আহসান
সে আমাকে বাস্তবতার
সাথে পরিচিত করায়
কিন্তু আমি তো
বাস্তববাদী নই
ঘৃণা করি বাস্তবতাকে
বাস্তবতায় রোগ ,শোক
জরা আছে
ভালোবাসার মৃত্যু আছে
বাস্তবতায় স্বপ্ন নামক রোগ আছে
সেই স্বপ্ন ভাঙ্গনের ভয় আছে 
বাস্তবতায় রঙ আছে
বৃষ্টি আছে
বৃষ্টির জলে রঙ ধুয়ে যাবার
ভয় আছে
আমি বাস্তববাদী নই
বাস্তবতায় স্বজন আছে
ভালোবাসার লোক আছে
পথ আছে সেই পথের সঙ্গী আছে
বাস্তবতায় চোখ আছে
চোখে অশ্রু নামক জল আছে
আমি স্বপ্নালু অজীব প্রাণ
লাখো কোটি রঙ নাই
রঙ কিনবার সাধ্য নাই
খুব সহজেই স্বপ্ন আঁকি
সাদা-কালোয় স্বপ্ন আঁকি
আমি বাস্তববাদী নই
স্বপ্নালু এক অজীব প্রাণ