Saturday, November 10, 2012

প্রেম


(ব্যাঙ্গাত্ন্যক)

একদা প্রেম গুলো নিষিদ্ধ ছিল
সমাজের কাছে ( শৈশব) ।
এক সময় প্রেম গুলো
বন্দী ছিল  (কৈশোর)-
রমনা পার্ক ,বুড়িগঙ্গা বা আশুলিয়ার
ডিঙ্গিতে কিংবা
চন্দ্রিমা উদ্যানের গাছপালা ঘেরা
লেকের ধার ঘেঁষে ।
কিংবা
বোটানিক্যাল গার্ডেনের বৃক্ষছায় ।
এক সময় প্রেম গুলো কৈশোর
পেরিয়ে যৌবনে পা রাখল
সে সময় প্রেমগুলো বন্দী হল
মিরপুর বাধের ধার ঘেঁষে বা
উত্তরা টু বনানীর
রাজপথে ছুটে চলা
সিএনজির ভেতর ।
আর নয়,
প্রেমগুলো আজ মুক্ত হতে
শিখেছে ,যৌবন পেরিয়ে সে আজ বৃদ্ধ
একের পর এক জয় করতে করতে সে আজ চায়
লোকারণ্য
পাবলিক বাসের লোকে ভরা ভিড়ও করতে জয়
 সমাজ ভাসে ভাসুক প্রেমে হবে না ক্ষয়
?? আমরা তাহলে কোথায় পালাব,কোথায় পালাব
নিয়ে আমাদের হেয়, লাজ শরম??