Thursday, March 29, 2012

.মৃত্যু



মৃত্যুগুলোকে আজ আর 
শোক মনে হয় না
প্রাণহীন দেহটিকে বলি না
লাশ
নোনা জলে পূর্ণ 
হয় না অক্ষিপট,
যেন মধ্য গগণে
পোড়া সমুদ্র তট
মৃত্যু গুলোকে আজ 
আর ভয় নয়,
নিদেন পক্ষে প্রাপ্তির 
পরিমাণই বেশি হয়
ভূবনে সব কিছু
পেয়েও যা পাবার নয় 
সেই অমৃ
মৃত্যুর পর পাওয়া যায়


**This poem is dedicated to my loving MOM.inspired me to write this one.If she wouldn't leave me i couldn't write it.  

Tuesday, March 13, 2012

বোলো না ভালোবাসি

কখনো বোলো না ভালোবাসি
মুখে বোলো না ভালোবাসি
ভালোবাসা তো নয়
চারটি বর্ণের
বন্দী কোনো শব্দ মাত্র
ভালোবাসা তো নয়
১৪ ফেব্রুয়ারি একগুচ্ছ
গোলাপ হাতে প্রেমিকাকে
হাটু গেঁড়ে বলা
ভালোবাসি।
অথবা
নয়তো কোন
ক্ষুধার্ত শকুনের মত
খাবলে খাওয়া কোন
কিশোরীর রাত জেগে বাঁধা
স্বপ্ন গুলো।
ভালোবাসা তো নয়
ঘুম পাড়ানী গান শুনিয়ে
নৈঃশব্দের ঘোরে
নিরবে নিভৃতে
নিরাভরণা নীল-নয়নাকে
নিঃস্ব করার
নীল নকশা।।
কখনো বোলো না ভালোবাসি
মুখে বোলো না ভালোবাসি
ভালোবেসে শুধু ঐ
মৃন্ময়ী মর্মে এঁকে দাও
নিজের নামখানি।

Thursday, March 1, 2012

কাশফুলমেঘ



 আমি পালাতে চাই
 জীবন নামক এ কঠিন বাস্তবতা থেকে......।।
হতে চাই
 নদীর ধারের বাতাসে দোল খাওয়া কাশফুল
বৃন্ত ছিড়ে ঊড়ে বেড়াব বাতাসের টানে ।।
হয়তোবা ছুয়ে ফেলব
নীল আকাশের সাদা মেঘ
হব আমি কাশফুল মেঘ।।