Thursday, November 14, 2013

স্মরণ


কতদিন সে পথে হাটা হয়না/
পথের ধুলিবালি গুলো ও বুঝি আমায় সচকিত হয়ে জিঙ্গাসা করবে/ 
তুমি কে গো ? বারে বারে মনে পড়ে সে সময়ের কথা / যখন / 
পথের দু ধারের বৃক্ষরাজি যারা তখন নিতান্তই শিশু / 
আমার আনাগোনা ছিল সে পথ ধরে। কখনোবা দু' পায়ে ভর করে বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন ছিলাম/ 
কখনোবা দ্বিচক্র সাইকেলের প্যাডেলের উপর পা রেখে সময়ের সাথে পাল্লা দিয়ে চলা।/ 
কখনো জিঙ্গাসা করা হয়নি পথের ধারের ঐ শিশু বৃক্ষরাজিকে কেমন আছ তোমরা / 
কখনো জিঙ্গাসা করা হয়নি  ঐ পথের ধুলিকে কেমন যাচ্ছে তোমার দিনকাল ? 
বর্ষার জলে ধুয়ে গেছে আমার শৈশব আমার কৈশোর , বর্ষার জলে ধুয়ে গেছে সেই পথের ধুলিবালি ও/
 বড্ড মনে পড়ছে আমার শৈশব কৈশোরের সেই হেঁটে চলা 
পথটাকে । 

-উৎসর্গ আমার কৈশোর ,পদ্মার পাড়ের শহর রাজবাড়ী-কে

টাঙ্গাইল সমাচার



আমরা টাংগাইল্লা পোলাপাইন
যেটা করমু সেটাই আইন
আমরা টাংগাইল্লা পোলাপাইন
...
কথায় কথায় ধরমু ফাইন
আমরা টাংগাইল্লা পোলাপাইন
যুদ্ধে ধরছি অস্ত্র,এবার ফাটামু মাইন।
PART
আর Shirt আমাগো আলাদা
গলায় ঝুলাই গামছা,পায়ে BATA জুতা
পূবে যমুনা,ঊত্তরে মধুপুর
ঢাকা থেকে কি বেশি দূর?
মুক্তিযুদ্ধের ইতিহাসে আছেন অনেক বীর
টাঙ্গাইল শহর আমাদের লৌহজঙের তীর
শামসুল হক,ভাসানী,কাদের সিদ্দীকীর টাঙ্গাইল
এত সবে শুরু করলাম ,খুলমু নাকি ফাইল?
আমাদের পণ্য বলে খ্যাত WALTON
সেটা তো আমাদের টাঙ্গাইলের-ই ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন
যে নওয়াব আলীর নামে
উনি যে আমাদের ধনবাড়িরই নবাব ছিলেন
সেটা কি সবাই জানে ?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি করেছিলেন দান।
এটা আমাদের টাঙ্গাইলের সম্মান।

বাংলার মহসিন বলে খ্যাত রনদা প্রসাদ সাহা
টাঙ্গাইল্লারা জানো তো তার কথা ?
বিশ্বখ্যাত জাদুকর পি.সি সরকার
সমগ্র বিশ্ব দেখেছে তার জাদুর কারবার
বিজয় পরবর্তি বাংলাদেশের ৩য়
রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী
৪৭ পরবর্তি অবিভক্ত পাকিস্তানের সংসদের
স্পিকার আব্দুল হামিদ চৌধুরী
পিতা তাহার,
আরো আছে আমাদের
বিশ্বনন্দিত টাঙ্গাইলের তাঁতের শাড়ি
আছে দর্শনীয় ধনবাড়ি আর মহেরা
জমিদার বাড়ি
পাল তোলা নৌকা,আর টমটম গাড়ি
যমুনায় মিশেছে আমাদের ধলেশ্বরী,
আমাদের টাঙ্গাইল,নিরস মনে জাগায় প্রাণ
পোড়াবাড়ির চমচম আর ধনাবাড়ির
রসগোল্লায় যদি করেন স্নান
মধুপুরের আনারস আর গজারীর বন
বলি এই বার একটু ক্ষান্ত হন
আর একটু বলতে বাকি সরিষা ফুলের কথা
পথের দুধার জুড়ে দেখে বিমুগ্ধ হই তথা।
পরিশেষে সেই ,
"
নদী,চর খাল বিল গজারীর বন
টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন"

তুমি এলোকেশী




বৃষ্টির জল হয়ে ঝরব

সারা নিশি

আঙ্গিনায় জমে থাকা জল হব


এলোমেলো পা ফেলে তুমি হাঁটবে এলোকেশী