Thursday, November 14, 2013

স্মরণ


কতদিন সে পথে হাটা হয়না/
পথের ধুলিবালি গুলো ও বুঝি আমায় সচকিত হয়ে জিঙ্গাসা করবে/ 
তুমি কে গো ? বারে বারে মনে পড়ে সে সময়ের কথা / যখন / 
পথের দু ধারের বৃক্ষরাজি যারা তখন নিতান্তই শিশু / 
আমার আনাগোনা ছিল সে পথ ধরে। কখনোবা দু' পায়ে ভর করে বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন ছিলাম/ 
কখনোবা দ্বিচক্র সাইকেলের প্যাডেলের উপর পা রেখে সময়ের সাথে পাল্লা দিয়ে চলা।/ 
কখনো জিঙ্গাসা করা হয়নি পথের ধারের ঐ শিশু বৃক্ষরাজিকে কেমন আছ তোমরা / 
কখনো জিঙ্গাসা করা হয়নি  ঐ পথের ধুলিকে কেমন যাচ্ছে তোমার দিনকাল ? 
বর্ষার জলে ধুয়ে গেছে আমার শৈশব আমার কৈশোর , বর্ষার জলে ধুয়ে গেছে সেই পথের ধুলিবালি ও/
 বড্ড মনে পড়ছে আমার শৈশব কৈশোরের সেই হেঁটে চলা 
পথটাকে । 

-উৎসর্গ আমার কৈশোর ,পদ্মার পাড়ের শহর রাজবাড়ী-কে

No comments:

Post a Comment