Friday, May 11, 2012

সম্পর্কহীন সম্পর্ক




আমরা দু’জন ই জানি তা,
আমাদের দুটি পথ কখনো
এক হবার নয়।

তবুও একে অপরের
পথ সঙ্গী হই।

কিছু অশ্রু কিছু ম্লান হাসির গল্প,
কিছু ছোট ছোট পদক্ষেপ,
কিছু না জানা কথা,
কিছু বিষাদ
এসবের কারণ হব আমি।

বিনিময় ?
হুমমমম-
বিনিময়ে
তোমার কিছু
কারণের, কিছু শব্দের আর বর্ণের
অংশীদার হব।

বেশি নয় অল্প কিছু পথ
তোমার সঙ্গী হব।
ঐ যে ঐ পথের
শেষ মাথা অব্দি।
বুঝো নি বুঝি ?
ঐ যে ঐ পাকা পথের শেষ
ঐটুকু অব্দি।

ঐ পথের মোড় ই
আমাদের ঠেলে দেবে
দুজনকে দুই দিকে;
আপন আপন গন্তব্যের পানে।
যে গন্তব্য আমাদের আকাঙ্ক্ষিত
রঙ্গিন দিনের স্বপ্ন বোনে!!

একা একা যেতে কি ভয় পাবে?
ভয় পাবার কিছু নেই,
হয়তোবা সেখানে
আরও এক জন আগন্তুক অপেক্ষা করছে ;
তোমারই জন্য।
একলা সে পথিককে সঙ্গ দেবে ,
সঙ্গী হবে।
মোড়ে-মোড়ে,
বাঁকে-বাঁকে, জীবনের
টান ;
এই টানে কখনো বা
এ দেহ ফিরে পায় প্রাণ ;
কখনও বা দুঃস্বপ্নের ঘ্রাণ ।
এ সম্পর্ক -
সময়ের ,
কাগজের বা
 স্বার্থের বন্ধনীতে আবদ্ধ নয়।

Saturday, May 5, 2012

স্পর্শ





আজ আর তোমাকে স্পর্শ করবার
লোভ,
সামলাতে পারছি নে
দু' হাতের তালুর মাঝে
বন্দী করব তোমার
সফেদ কোমল কপোল।
পরিশেষে আলতো ভাবে
ঐ অধরে এঁকে দেব আমার
ঔষ্ঠের পুরুত্ব।
হে, সুকেশী ললনা
স্থির হও ,
অনুভব কর আমার ভালোবাসার
গভীরতা।।