Wednesday, March 19, 2014

মুষ্ঠি

এই মুষ্ঠিতে বন্দী সুখ
এই মুষ্ঠিতে বন্দী প্রেম
আর ভালোবাসার গল্প

লাল নীল রঙে রাঙ্গা
ঐ সুখের ঘরের দ্বার
আপেক্ষা সেই শব্দের
দ্বারে তোমার কড়া নাড়াবার

চঞ্চল চপল সে প্রাণ
ফাগুনের বাতাস বহে সেথায়
বাতাসে বেলির ঘ্রাণ।

Monday, March 17, 2014

সংখ্যা


ক্যালেন্ডারের অংকগুলো
বড্ড নিষ্ঠুর
কাছের মানুষগুলোকে
কোন না কোন সংখ্যা
নিজের কাছেই রেখে দেয় ।

" মানুষের মানুষ প্রয়োজন "
বেঁচে থাকবার তাগিদে

সুদীর্ঘকাল ধরে কাল ধরে
যে মানুষটির সাথে
একটু একটু করে ছোট্ট ছোট্ট
গল্পে ,হাসি ঠাট্টায় বড় হয়ে ওঠা,
যে ছিল প্রতিটা
বরিবার বিকেল

অথবা

চোখের কোণের জমে থাকা 
অশ্রুর অংশিদার হত যে
হঠাৎ-ই দেখি
সেই
কোন না কোন সংখ্যাই তাঁকেও
একদিনের আল্টিমেটামে নিজের কাছে
রেখে দিয়েছে।

আবার হেঁটে চলা একলা পথে
নিজের মত করে একলা বাঁচা
যেন বিধাতার সুবিশাল
ধরণীও আজ খাঁচা ।

-Dedicated to my best friend DIPTO