Monday, July 22, 2013

বিদায় বেলায়

তোমাকে হারিয়ে ফেলেছি
গত শীতের কুয়াশার সাথে
বর্ষার ঝড়ে পড়া জলের সাথে

গ্রীষ্মের কড়া রোদে ঝড়ে পড়া 
অম্র মুকুলের সাথে
তোমাকে হারিয়ে ফেলেছি

তোমাকে হারিয়ে ফেলেছি
আমার জন্মদিনে
কেননা 
সেবার তো আরো একটু 
বড় হয়েছি

তোমাকে খুজে পাইনি
বসন্তের বাতাসে
হয়তোবা সেই বিশেষ দৃষ্টি 
হারিয়ে ফেলেছি

ওহ হ্যাঁ আমি তো এখন 
বাই ফোকাল চশমা পড়ি

তোমাকে হারিয়ে ফেলেছি 
জীবন থেকে
 বিশেষ কিছু মানুষের 
প্রস্থানের সাথে সাথে
একটু একটু করে

তাঁরাই তোমার নিয়ামক ছিল
ঠিক যেমন অক্সিজেন নিজে
না জ্বলেও অন্যকে জ্বালায়

বর্ণ, শব্দ, মাত্রা 
অনুভব, প্রকাশ 
তোমাদের হারিয়ে ফেলেছি
কবিতা তুমি আজ অনেক দূরে
তোমাকে হারিয়ে ফেলেছি।