Monday, June 25, 2012

প্রত্যাবর্তন






তোমায় আমি ভালোবাসি,
ভালোবাসি তোমার দেয়া সব আঘাত আর যন্ত্রণা ;
জর্জরিত হই তোমার কড়া মন্তব্যে।
তুমি কি আমার হবে কি না; জানি না
বহুদূর চলে যাব পৌছে দিয়ে তোমায় তোমার গন্তব্যে।
হয়তোবা তখন হন্যে হয়ে খুঁজবে আমায়
কৃত ভুল স্মরণ করে হৃদয় ভরবে ব্যাথায়।
কিন্তু ঐ যে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া
সময় গুলো,
যা তোমার ভুলের বলী হয়েছে।
তোমায় নিয়ে বাঁধা স্বপ্নগুলো নোনা জল ধুয়ে দিয়েছে।

Friday, June 15, 2012

ক্লান্তি





কোন এক আকাশের জমাট
বেঁধে থাকা মেঘ গুলো
বাতাসের তোড়ে উড়ে এসে
মনের আকাশের দ্বারে কড়া নেড়েছিল।
আমিও সরল মনে খুলে দিয়েছিলাম।
বহুকাল ধরে
সে আকশে মেঘ জমে না
শুকনো বাতাস আর কড়া রোদ্রের
দাবদাহে  ঘর্মাক্ত ছিলাম
তাই
একটু বৃষ্টির আশা করতেই পারি
আল্লাহর করুণা আমি ভাবতেই পারি
কিন্তু সে মেঘের সাথে যে
এক মহাকাল ঝড় আসবে তা তো ভাবি নি
বাতাসের তোড়ে ভেঙ্গে যাবে আমার
শখের ফুলদানি,ছিড়ে যাবে কবিতার
পান্ডুলিপি; তা তো ভাবি নি
আমি বারাবারে মূর্ছা যাই
অবচেতন হয়ে পড়ি।

আজ অন্যের আকাশের মেঘ এসে
আমার আকাশে
বৃষ্টি ঝরায়।
নোনা বৃষ্টি ঝড়ায়।