Tuesday, April 24, 2012

বিদায় জানাব বলে




এখানে ঠায়
দাঁড়িয়ে থাকব
তোমাকে বিদায় জানাব বলে
রোদে পুড়ে ,
শ্রাবণের জলে ভিজে ,
দাঁড়িয়ে থাকব ;
তোমাকে বিদায় জানাব বলে
ধৈর্য্যের বাঁধে পেরেক ঠুকলেও
আধ ফোটা নড়ব না,
শুধু তোমাকে বিদায় জানাব বলে
ভেঙে যাব তবু মচকাবো না
ঠায়
দাঁড়িয়ে থাকব ,
শুধু তোমাকে বিদায় জানাব বলে
শেষবেলায় তোমার
মস্তকে হাতবুলিয়ে
সুখী হবার মন্ত্র পড়ে দেব
বলে,আমি আজও  দাঁড়িয়ে।
তোমাকে না পাবার যন্ত্রণায়
আজ চিৎকার করে কাঁদব বলে
ঠায়
দাঁড়িয়ে থাকব,
নোনা জলে তোমায় বিদায় জানাব বলে
জানি তুমি
তুমি তো আমার পথ চলার
সঙ্গী হবে না,
তবু তোমাকে বিদায় জানাব বলে
আমি ঠায় দাঁড়িয়ে ।
তোমায় ভালোবাসি বলে
তোমার সুখের কাছে তোমায়
বিকিয়ে দেব ;

আমি ঠায় দাঁড়িয়ে থাকব
তোমায় বিদায় জানাব বলে...।।


Tuesday, April 17, 2012

বাস্তববাদী নই আমি

-নাজমুল আহসান
সে আমাকে বাস্তবতার
সাথে পরিচিত করায়
কিন্তু আমি তো
বাস্তববাদী নই
ঘৃণা করি বাস্তবতাকে
বাস্তবতায় রোগ ,শোক
জরা আছে
ভালোবাসার মৃত্যু আছে
বাস্তবতায় স্বপ্ন নামক রোগ আছে
সেই স্বপ্ন ভাঙ্গনের ভয় আছে 
বাস্তবতায় রঙ আছে
বৃষ্টি আছে
বৃষ্টির জলে রঙ ধুয়ে যাবার
ভয় আছে
আমি বাস্তববাদী নই
বাস্তবতায় স্বজন আছে
ভালোবাসার লোক আছে
পথ আছে সেই পথের সঙ্গী আছে
বাস্তবতায় চোখ আছে
চোখে অশ্রু নামক জল আছে
আমি স্বপ্নালু অজীব প্রাণ
লাখো কোটি রঙ নাই
রঙ কিনবার সাধ্য নাই
খুব সহজেই স্বপ্ন আঁকি
সাদা-কালোয় স্বপ্ন আঁকি
আমি বাস্তববাদী নই
স্বপ্নালু এক অজীব প্রাণ

Thursday, April 5, 2012

সম্ভাষণ

কিভাবে করব
তোমায় সম্ভাষণ
কোন আচারেই বা
করব তোমায় গ্রহণ ?

তুমি তো নও আমার 
ঈদের বাজারে
দীর্ঘ লাইনের পর

পাওয়া ঐ ট্রেনের টিকিট খানি

নও আমার বেকারত্ব
ঘোচানো চাকুরিটা

তুমি তো নও
অ্যাথলেটে প্রথম
হওয়া আমার কোন 
পুরষ্কার

তুমি তো নও
বাবার কাছে ঘ্যান ঘ্যানিয়ে
পাওয়া বাইসাইকেল খানি

তুমি তো সেই
মেঘ হয়ে যে সূর্য থেকে
আড়াল করো আমায়

তুমি তো সেই রুধির ধারা
দেহের অন্তড়ালে থেকে
মনকে পরিচালনা করো

শুধু কেটে গেলে
ফিনকি দিয়ে রক্ত ঝরে।